মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের পূণর্মিলনী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শনিবার দিনব্যাপী মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা পূণর্মিলনী পরিষদ।
সকাল ৯টায় দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সকাল সাড়ে ৯টায় র্যালী হয়।
বেলা ১১টায় শুরু হয় আলোচনা সভা। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজ। বেলা ৩টায় কুইজ প্রতিযোগিতা। বিকাল ৪টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পূণর্মিলনীতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন, রাখাল চন্দ্র বণিক, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, যুদ্ধকালীন মিরসরাই থানা কমান্ডার ওহিদুল হক, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী এবং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে দেশ গড়ার ক্ষেত্রে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস