এক নজরে ১৩নং মায়ানী ইউনিয়ন
শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে মায়ানী ইউনিয়ন পরিষদ। মায়ানী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নাম- ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ;
খ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব কবির আহম্মদ নিজামী
গ) ইউনিয়ন পরিষদের জনবলঃ
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন।
ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন।
ইউনিয় গ্রামপুলিশ : ৪ জন।
ঘ) আয়তন- ১৩ বর্গ কি:মি:
ঙ) লোক সংখ্যা: ২৭,০০০ জন (প্রায়);
চ) গ্রামের সংখ্যা: ৪ টি;
গ্রাম সমুহের নাম- ১। সৈদালী, ২। পূর্ব মায়ানী,
৩। মধ্য মায়ানী, ৪। পশ্চিম মায়ানী;
ছ) মৌজার সংখ্যা: ২ টি;
জ) হাট/ বাজারের সংখ্যা- ৪ টি;
ঝ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- লেগুনা ও সিএনজির মাধ্যমে;
ঞ) শিক্ষার হার: ৮১% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ট) বিশ্ববিদ্যালয় কলেজ- ১টি;
ঠ) উচ্চ বিদ্যালয়- ৪ টি;
ড) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩টি;
ঢ) বে-সরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়- ১টি;
ণ) মাদ্রাসা- ১টি;
ত) এতিমখানা- ১টি;
থ) গুরুত্বপূর্ল ধর্মীয় স্থান- ১টি;
দ) মসজিদ-
ধ) মন্দির-
ন) হাসপাতাল-
প) কমিউনিটি ক্লনিক-
ফ) তহসীল অফিস-
ব) পোষ্ট অফিস- ৩টি;
পোষ্ট কোড- ৪৩২১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস