Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
স্মৃতিস্তম্ভ আবেগ
বিস্তারিত

২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেড়িয়াম থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় আবুতোরাব স্কুল, আবুতোরাব মাদ্রাসা, আবুতোরাব সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ৪২ ছাত্র। দুই ফুটবলপ্রেমী ও এক অভিভাবকসহসহ ৪৫ জন। চালকের আসনে বসা হেলপারের অসাবধানতায় ট্রাক উল্টে ডোবায় পড়ে যায়। বিজয়ের আনন্দ নিমিষেই বিষাদে ছেয়ে যায়। মুহূর্তেই না ফেরার দেশে চলে যায় অধীকাংশ শিক্ষার্থী। ডোবার জল থেকে উঠে আসে একে একে লাশ আর লাশ। ৪৫ জনের মধ্যে ৪২ জনই ছিল শিক্ষার্থী। নিহতদের মধ্যে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন, আবুতোরাব ফাজিল মাদরাসার ২ জন এবং আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয় এই দুর্ঘটনায়।

১১ জুলাই ২০১১ মীরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সামনে তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ আবেদ।