চট্টগ্রামের মিরসরাইয়ের অবহেলিত চরাঞ্চলে দেশের সর্ববৃহৎঅর্থনৈতিক অঞ্চলগড়ে উঠছে। এখানে শিল্পকারখানা হবে। কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের।এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিদেশে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলেরভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত গণসমাবেশে গৃহায়ণ ওগণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীশেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ ১০টি অর্থনৈতিক অঞ্চলেরভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেগণপূর্তমন্ত্রী ও মিরসরাই থেকে নির্বাচিত সাংসদ মোশাররফ হোসেনকে শুভেচ্ছাজানান। এ সময় মোশাররফ হোসেন তাঁর উপজেলার চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চলঅনুমোদনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
উপজেলার ইছাখালী ইউনিয়নের পীরের চর, সাধুর চর, শিল চর ও মোশারফ চর গ্রামের সাত হাজার একর জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে।
পীরের চরে আয়োজিত গণসমাবেশে গণপূর্তমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলের কারণে চরাঞ্চল হবে শিল্পাঞ্চল। এখানে গড়ে উঠবে আধুনিক শহর।
গণসমাবেশে অন্যান্যেরমধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াআহমেদ সুমন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভারমেয়র নিজাম উদ্দিন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS