অবস্থান ও সীমানা :
মীরসরাই উপজেলার দক্ষিণ-মধ্যাংশে মায়ানী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে খৈয়াছড়া ইউনিয়ন, দক্ষিণে ও পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন এবং উত্তরে ১১নং মঘাদিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো :
মায়ানী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি পূর্ব মায়ানী এবং পশ্চিম মায়ানী এ ২টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং |
গ্রামের নাম |
১নং ওয়ার্ড |
সৈদালী |
২নং ওয়ার্ড |
পূর্ব মায়ানী (আংশিক) |
৩নং ওয়ার্ড |
পূর্ব মায়ানী (আংশিক) |
৪নং ওয়ার্ড |
বড়ুয়া পাড়া |
৫নং ওয়ার্ড |
মধ্যম মায়ানী (আংশিক) |
৬নং ওয়ার্ড |
মধ্যম মায়ানী (আংশিক) |
৭নং ওয়ার্ড |
পশ্চিম মায়ানী (আংশিক) |
৮নং ওয়ার্ড |
পশ্চিম মায়ানী (আংশিক) |
৯নং ওয়ার্ড |
পশ্চিম মায়ানী (আংশিক) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS